Logo

রাজনীতি    >>   আদালত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন সাবের হোসেন

আদালত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন সাবের হোসেন

আদালত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন সাবের হোসেন

পৃথক ছয়টি মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ জামিনের আদেশ দেন। জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রাজধানীর পল্টন থানায় বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত দুটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

সাবের হোসেন চৌধুরীকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক দুই মামলায় এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন। এর ফলে সাবের হোসেন চৌধুরীর কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।

সাবের হোসেন চৌধুরীকে রবিবার (৬ অক্টোবর) গুলশানের বাসা থেকে আটক করা হয়। সোমবার (৭ অক্টোবর) আদালত সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে নিহত বিএনপি কর্মী মকবুলের মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়েছিল। এই রিমান্ডের শুনানি চলাকালে সাবের হোসেনের ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান আদালতে জানান, সাবের হোসেন শারীরিকভাবে অসুস্থ এবং হার্টের সমস্যায় ভুগছেন। এ কারণে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছিল। তবে আদালত আসামির আইনজীবীর জামিন আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, “সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হওয়া সব মামলায় জামিন পেয়েছেন। এখন তিনি আদালতের হাজতখানায় রয়েছেন, সেখান থেকেই জামিনে মুক্ত হবেন।”





P.S 220 Winter concert

P.S 220 Winter concert